• বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন |
  • English Version

শেরপুরে নকলায় নিজ দোকানে ব্যবসায়ী খুন

শেরপুরে নকলায় নিজ দোকানে ব্যবসায়ী খুন

নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় নিজ দোকানে মো. শফিকুল ইসলাম শফিক (৬০) নামে এক ব্যবসায়ীকে খুন করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ আগস্ট) এ খুনের ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী নকলা উপজেলার ৭নং টালকি ইউনিয়নের সাইলামপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের বড় ছেলে। পেশায় তিনি পল্লী চিকিৎসক ও মুদি দোকানের ব্যবসায়ী ছিলেন। নিহত ব্যবসায়ী ব্যক্তিগত জীবনে এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।

নিহতের ছোট ভাই ৮নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক জানান, প্রতিদিনের মতো তার বড় ভাই শফিকুল বাড়ির সামনে দোকানে ঘুমাতেন। সকালে পরিবারের লোকজন তার গলাকাটা মরদেহ দেখতে পায়।

পরে পুলিশকে খবর দিলে মরদহে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়া বলেন, ব্যবসায়ী শফিকের খুনের ঘটনায় নকলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি ও তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।