• সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
নকলায় সমাজেসেবা দিবস উদযাপন উপলক্ষে ওয়াকাথন ও মুক্ত আড্ডা নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে নকলায় মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন নকলায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নকলায় সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উপদেষ্টা পরিষদ গঠন নকলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ২দিন ব্যাপী কর্মশালার সমাপণী নকলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও মানববন্ধন নকলায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উদযাপন, ৪ জয়িতাকে সম্মাননা প্রদান নকলায় কৃষি প্রণোদনার ধান বীজ খোলা বাজারে : দুই দোকানদারকে জরিমানা নকলায় বিনামূল্যে ব্রিধানের বীজ বিতরণ

শেরপুরে নকলায় ন্যায্য মূল্যে কৃষকের বাজার উদ্বোধন

শেরপুরে নকলায় ন্যায্য মূল্যে কৃষকের বাজার উদ্বোধন

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় ন্যায্য মূল্যে কৃষকের বাজার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের তত্বাবধানে উপজেলা কৃষি অফিস, মৎস্য অফিস ও প্রাণি সম্পদ অফিসের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রবিবার সকাল ৯টার সময় উপজেলা মুক্তম চত্বরে এই বাজার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র।

এসময় সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, সিনিয়ির উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ অনিক রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সিদ্দকুর রহমান, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ক্রেতা-বিক্রেতাগন উপস্থিত ছিলেন।

ইউএনও দীপ জন মিত্র বলেন, এ ন্যায্য মূল্যের বাজারটা মূলত কৃষকের। কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি এ বাজারে এনে ন্যায্যমূল্যে ক্রয়-বিক্রয় করবেন। এই বাজারে তৃতীয় পক্ষের হাত না থাকায় কৃষকরা পাবেন ন্যায্যমূল্য, আর ক্রেতারা ন্যায্যমূল্যে পাবেন নিরাপদ শাক-সবজিসহ নিত্য দিনের প্রয়োজনীয় কৃষিপণ্য।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।