• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৯ পূর্বাহ্ন |
  • English Version

ইসলামপুরে করোনা সন্দেহে মৃতব্যক্তির নমুনা সংগ্রহ

 

লিয়াকত হোসাইন লায়ন ইসলামপুর( জামালপুর) প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে করোনা ভাইরাস সন্দেহে মৃতব্যক্তির নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ বিভাগ। চর পুটিমারী ইউনিয়নের চিনারচর গ্রামের ঠান্ডা কাশি জনিতকারণে একবৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃতব্যক্তির নমুনা সংগ্রহের রিপোর্ট এখনো হাতে না পাওয়ায় বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। বুধবার বিকালে ৩জনের নমুনা সংগ্রহ করে পাঠানো তথ্য হাতে পায়নি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু তাহের জানিয়েছে । এ যাবৎ উপজেলার ১৬জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা। নমুনা সংগ্রহ করে  আইইডিসিআর এ পাঠানো ১৩জন আক্রান্ত নয় বলে জানাগেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, করোনাভাইরাস সন্দেহে খবর পাওয়ামাত্রই তার নমুনা সংগ্রহ করছে স্বাস্থ্য বিভাগ।  এ পর্যন্ত সবগুলোর নেগেটিভ এসেছে। আতঙ্কের কিছু নেই সবাই একটু সচেতন হলে আমাদের এই মরনব্যাধী ভাইরাস প্রতিরোধ করতে পারবো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।