• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৮ পূর্বাহ্ন |
  • English Version

ইসলামপুরে কর্মহীন দর্জি ও অসহায় পরিবারের মাঝে

ত্রানসামগ্রী বিতরন
লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকা ইসলামপুর বাজারে কর্মরত দর্জি ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ চত্তরে ও রাতে ইসলামপুর বাজারে দর্জি ও অসহায় কর্মহীনদের মাঝে সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল এই ত্রাণ সামগ্রী তুলে দেন।
ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে ২শত ৫০পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল এবং উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৫শগ্রাম ডাল,১কেজি আলু,আধা লিটার তেল,আধা কেজি লবন ও একটা বল সাবান দেওয়া হয়েছে।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল,নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,প্যানেল মেয়র অংকন কর্মকার,উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ প্রমূখ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল বলেন,এই দূর্যোগ মুহুর্তে আমরা কর্মহীন ও অসহায় পরিবারদের ঘরে ঘরে খাবার পৌছে দেওয়ার চেস্টা করছি। যাতে কেউ ক্ষুদার যন্ত্রনায় না থাকে। এই মহামারীতে সকলের সহযোগীতায় কামনা করছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।