• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন |
  • English Version

ইসলামপুরে কলেজ ছাত্র আজম হত্যা মামলায় আরো একজন গ্রেফতার

 

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি ঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় কলেজ ছাত্র গোলাম আজম হত্যা মামলায় আরো এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে ওই মামলায় দুই আসামি গ্রেফতার হলো। প্রেফতারকৃত আসামির নাম মনির ওরফে মনিব।

বুধবার (১৩ মে) গভীর রাতে ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ পাশবর্তী শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ছনকান্দা এলাকা থেকে তাকে প্রেফতার করে
মামলার তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার এসআই আব্দুল হান্নান জানান, গ্রেফতারকৃত আসামি মনিরকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। সে এজাহারভূক্ত আসামি। মনিব ওই এলাকার সোলায়মানের ছেলে।
এর আগে রফিক (৩৫) নামে এক আসামিকে গত ৩০ এপ্রিল গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

উলেখ্য, নিহত গোলাম আজম গাইবান্ধা সুরজ্জাহান উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র ও মাদারীপুর সরকারি কলেজের অনার্স গণিত বিভাগের ছাত্র ছিলো। সে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচয় নতুন শাহপাড়া গ্রামের বকুল মন্ডলের ছেলে। গত ২৫ এপ্রিল দুপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিবেশি ফুলু, দুলাল, সাজু গংরা তাকে পিটিয়ে গুরত্বর আহত করে। পরে রাত এগারোটায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় তার মৃত্যু হয়।
এব্যাপারে নিহত আজমের বাবা বকুল মন্ডল বাদি হয়ে ২৮ জনের নামে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।