• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন |
  • English Version

ইসলামপুরে দোকানপাট বন্ধে অভিযান ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি:

 

জামালপুরের ইসলামপুরে দোকানপাট শপিংমল, মার্কেট বন্ধ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানের ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান অত্যাবশ্যকীয় পণ্যের দোকানগুলো ব্যতিত মার্কেটগুলো বন্ধ ঘোষণা করে অভিযান পরিচালনা করেন। এ সময় আইন অমান্য করে দোকান খোলা রাখার দায়ে উজ্জল ইলেক্ট্রনিক্স,মাতৃ জুয়েলার্স ও স্যানেটারী দোকানের তিন ব্্যবসায়ীকে ৫হাজার টাকা করে জরিমানা করেন।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্ত মোহাম্মদ মিজানুর রহমান বলেন, জনস্বাস্থ্যের কথা চিন্তা করে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া শুরু হলে উপজেলা প্রশাসন সকল পোষাক বিক্রির দোকান, হকার মার্কেটসহ সব ধরনের দোকানপাট পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত দোকানপাট বন্ধ থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।