• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৯ অপরাহ্ন |
  • English Version

কুড়িগামে দুই শিশুসহ একদিনে করোনায় আক্রান্ত ৭জন

 

সহিজল ইসলাম সজল কুড়িগাম জেলা প্রতিনিধি

গত ২৪ ঘন্টায় কুড়িগ্রামে নতুন করে আরো ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২ জন শিশুও রয়েছেন। ১ লা মে শুক্রবার বিকেল ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন অফিস।

নতুন আক্রান্তরা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে ০২ জন,যাদের বয়স ৩৫,উলিপুর উপজেলায় ০১ জন যার বয়স ২৮,চিলমারী উপজেলায় ০১ জন যার বয়স ১৪,রাজারহাট উপজেলা ০৩ জন, যাদের বয়স ০৯, ১৭ ও ৪৫ । নতুন আক্রান্তদের মধ্যে ৪ নারী,২ জন শিশু ও ১ জন যুবক।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, গতদিন পর্যন্ত করোনায় আক্রান্ত ১১ জনকে স্ব-স্ব উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে। এখনো কাউকে ছাড়পত্র দেয়া হয়নি। নতুন আক্রান্তদের রাতেই স্ব-স্ব উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হবে। নতুন আক্রান্তদের মধ্যে অনেকে রোগীর সংস্পর্শে আসার ফলে তারা আক্রান্ত হয়েছেন ,বলেও জানান তিনি।

কুড়িগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্ত মোট রোগী সংখ্যা ১৮ জন। এর মধ্যে সদর উপজেলায় ০৭ জন,চিলমারী উপজেলায় ০২ জন,ফুলবাড়ী উপজেলায় ০১ জন ,রৌমারী উপজেলায় ০৩ জন,নাগেশ্বরী উপজেলা ০১ জন,উলিপুর উপজেলা ০১ জন,রাজারহাট উপজেলাঃ ০৩ জন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।