• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:০০ পূর্বাহ্ন |
  • English Version

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের মেলান্দহে প্রতিবাদ সভা

মুত্তাছিম বিল্লাহ্, মেলান্দহ;

জামালপুরের মেলান্দহে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ সভা ১৫ মার্চ বিকেল ৪টায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগান, আজকের বিজনেস বাংলাদেশের প্রতিনিধি জেরিন সাবরিন, দৈনিক কুমিল্লার ডাকের সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরীকে নির্যাতনকারিদের শাস্তির দাবি, নিখোঁজ সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের সন্ধান, ইত্তেফাকের জামালপুর সংবাদদাতা হালিম দুলাল এবং বকশীগঞ্জের সাংবাদিক শাহীন আল আমিনকে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ সভার আয়োজন করে মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি।

ভোরের কাগজের প্রবীন সাংবাদিক ও শহীদ সমর থিয়েটারের সাবেক সভাপতি রেজাউল করিম লেবু মাস্টার এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ্ জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-ইউনিটির সহসভাপতি-নকশীবাংলা টিভির এমডি ফজলুল করিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ রানা (জামালপুর দিনকাল), অর্থ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান রতন (প্রতিদিনের সংবাদ), সাংগঠনিক সম্পাদক মোত্তাসিম বিল্লাহ (বিজনেস বাংলাদেশ), সোনার বাংলা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হাতেম আলী ও সাংস্কৃতিক কর্মী হাবিবুর রহমান প্রমুখ।#


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।