• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন |
  • English Version

কুড়িগ্রাম জেলা লকডাউন ঘোষণা

 

সহিজল ইসলাম, রাজীবপুর(প্রতিনিধি)প্রতিনিধি:

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কু‌ড়িগ্রাম জেলা লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

আজ বৃহস্প‌তিবার (২৩ এপ্রিল) বিকাল ৫টা ‌থেকে এই লকডাউন কার্যকর হচ্ছে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে চলবে।

এসময় আন্তঃ‌জেলা সড়ক যোগাযোগ এবং জেলার সঙ্গে সব উপ‌জেলা গুলোর সড়ক ও নৌ পথও বন্ধ থাকবে।এর ফলে কু‌ড়িগ্রাম থেকে কেউ বের হতে পারবেন না এবং প্রবেশও করতে পারবেন না।

বৃহস্প‌তিবার(২৩ এ‌প্রিল) কু‌ড়িগ্রাম জেলা প্রশাসন থেকে জা‌রি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ জা‌রি করা হয়েছ।

কু‌ড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা ক‌মি‌টির সভাপ‌তি মোঃ রেজাউল ক‌রিম লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে,করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁ‌কি মোকা‌বিলায় জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানের ল‌ক্ষ্যে কু‌ড়িগ্রাম জেলাকে অনির্দিষ্টকালের জন্য অবরুদ্ধ তথা লকডাউন ঘোষণা করা হয়েছে।

তবে জরুরি সেবা, চিকিৎসা ও খাদ্যপণ্য এই আওতার বাইরে থাকবে। এছাড়াও সরকার কর্তৃক  ঘো‌ষিত অন‌্যান‌্য জরুরি প‌রি‌সেবা এর আওতার বাইরে থাক‌বে।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ২২ এপ্রিল পর্যন্ত জেলায় ৪ ব‌্যক্তি ক‌রোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। এরা সবাই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ফিরেছেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।