• রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২১ পূর্বাহ্ন |
  • English Version

গৃহহীন বিধবা মমতার আক্ষেপ : ‘কতজনেক ঘর দিল সরকার জুটল না আমার কপালে’

গৃহহীন বিধবা মমতার আক্ষেপ : ‘কতজনেক ঘর দিল সরকার জুটল না আমার কপালে’

নকলা (শেরপুর) প্রতিনিধি:

ভাবদলের প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছেন শেরপুর নকলা উপজেলার মমতা বেওয়া। বয়স পেরিয়েছে ৫০। স্বামীর মৃত্যুর পর থেকে মানুষের বাসায় কাজ করে আহার জুটছে তাদের । স্বামীর মৃত্যুর পর ৫ বছর ধরে তিন বেলা খাবার সহ লেখাপড়ার খরচ বহন করে আসছিল মেয়ে খুর্শিদা বেগমের ।

তবে মনে খুব আক্ষেপ! গৃহহীন অসহায় হওয়া সত্বেও একটি ঘর তার ভাগ্যে জুটলো না। ভূমি আছে দুই শতক জায়গা , নেই থাকার কোনো বাসস্থান।
তার পরও ২০২৩ সালে মার্চ মাসে এক ঝড়ো হাওয়ায় স্বামীর রেখে যাওয়া ঘরটি ফেলে দেয়।
ভালো কাপড়চোপড়, কলেজে ভর্তি খরচ বহন করতে না পারায় একমাত্র মেধাবী মেয়ের লেখাপড়া বন্ধ হয়ে যায়।
মমতা বেগমের বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলার পৌরসভার ৮ নং ওয়ার্ড মধ্য কায়দা গ্রামে মৃত খলিল মিয়ার স্ত্রী।

মমতা বেওয়া এবং তার মেয়ে খুর্শিদা বেগম ঘরটি পূন- নির্মানের জন্য দানশীল বিত্তবান হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

মমতা বেগমের কোন মোবাইল না থাকায় মমতা বেগম সহ এলাকার সবার অনুরুধে নকলা অদম্য মেধাবী সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিনের নাম্বার সাহায্য পাঠানোর বিকাশ নাম্বার দেওয়া হলো।

মোঃ নাসির উদ্দিন
অদম্য মেধাবী সংস্থার
সাধারণ সম্পাদক।
(বিকাশ) ০১৭৮৮৬৯২৮০৪


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।