• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন |
  • English Version

জামালপুরের  দেওয়ানগঞ্জে  ভূমিহীন এবং গৃহহীনদের জন্য   প্রধানমন্ত্রীর  উপহার   পাকা গৃহের  নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জামালপুর জেলা প্রশাসক

দেওয়ানগঞ্জ সংবাদদাতা ঃ
মুজিব বর্ষ উপলক্ষে জামালপুরের  দেওয়ানগঞ্জে  ভূমিহীন এবং গৃহহীনদের জন্য   প্রধানমন্ত্রীর  উপহার   পাকা গৃহের  নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জামালপুর জেলা প্রশাসক মোঃ এনামুল হক । আজ  ২৬  ডিসেম্বর শনিবার সকাল  ১১ ঘটিকায়   উপজেলার চিকাজানি ইউনিয়নের কাজলাপাড়া গ্রামের নির্মিতব্য ৩২টি গৃহের কাজের অগ্রগতি পরিদর্শন করেন  তিনি । এ সময় তার সাথে ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা  পরিষদ চেয়ারম্যান সোলায়মান হোসেন সোলাই, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  মোও মোহাব্বত কবির , সহকারি  কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, চুকাইবাড়ী ইউপির চেয়ারম্যান মোঃ রাসেদুজ্জামান সেলিম খান, চিকাজানি ইউপির চেয়ারম্যান মোমতাজ উদ্দিন  মুনতা  , আওয়ামীলীগ নেতা আক্কাস আলী সহ অন্যান্য  সবাই এ সময় উপস্থিত ছিলেন ।
 দেওয়ানগঞ্জ  সহকারী কমিশনার  (ভূমি ) মোঃ    আসাদুজ্জামান  জানান  বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে   এই উপজেলায় ১৭২টি পাকা গৃহ নির্মাণ করা হচ্ছে যা  ভূমিহীন এবং   গৃহহীন  মাঝে প্রদান করা হবে । এর ভেতর  ১৫০ টি পাকা ঘরের কাজ  নির্মাণ কাজ ইতিমধ্যে  শুরু হয়ে গেছে আর বাকি ঘরের কাজ দুই এক দিনের ভেতর  শুরু হবে ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।