• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন |
  • English Version

জামালপুরের মেলান্দহে  প্রথম করোনা ভাইরাসের রোগী সনাক্ত

 

কাওছার আহমেদ :

জামালপুরের মেলান্দহে একজন করোনা রোগী শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। রাজধানী ঢাকা থেকে ফেরত আসা জামালপুরের মেলান্দহ উপজেলার বীর ঘোষের পাড়া এলাকায় এক যুবক করোনায় আক্রান্ত প্রথম রোগী সনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য বিভাগ জানায়, ঠান্ডা, জ¦র ও কাশি নিয়ে ঢাকা থেকে বাড়িতে আসেন। এলাকায় এই নিয়ে গুনজন শুরু হলে বিষয়টি উপজেলা স্বাস্থ বিভাগ জানতে পারে। শনিবার বিকেলে মেলান্দহ উপজেলা স্বাস্থ বিভাগের একটি তার বাড়িতে এসে নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

গত রবিবার ৫ এপ্রিল সন্ধায় করোনা রোগী সনাক্ত হয়েছেন। এ ব্যাপারে জামালপুরের ডেপুটি সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান ও মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার তামিম আল ইয়ামীন বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল আশেপাশের ১০ বাড়ি লকডাউন ঘোষনা করা হযেছে।

উল্লেখ্য যে, মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর ঘোষেরপাড়া গ্রামের ঐ যুবক  সে ঢাকা মহাখালিতে হরাইজন ক্লাসিক নামে একটি প্লাস্টিক কোম্পানীতে রিসিপসনের চাকরি করত। সে ঢাকার আশকোনায় থাকতো। তার সাথে ভাবকী ও মধ্যেরচর এলাকার আরো দুজন রুমমেট থাকতো। সে গত সোমবার ঢাকা থেকে বাড়িতে ফিরেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।