• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন |
  • English Version

জামালপুরের মেলান্দহে ব্যতিক্রমী প্রচারণা

শারমিন আক্তার ॥

জামালপুরের মেলান্দহে করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সচেতন করতে ব্যতিক্রম প্রচারণা অব্যাহত রেখেছে সাধুপুর গ্রামের শিক্ষানুরাগি হুমায়ুন কবির সোনাহার। ১১ সেপ্টেম্বর সকাল থেকে সোনাহারের নেতৃত্বে সাধুপুর ও ৫নং চর চরের বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি ঘুরে একদল স্বেচ্ছাসেবী এ প্রচারণায় অংশ নেন। সমাজসেবক মজিতবর রহমানের সভাপতিত্বে হুমায়ুন কবির সোনাহার এই ভ্রাম্যমান কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন।
প্রচারণাকালে বাংলাদেশ বেতার ও বিটিভির অনলাইন ক্লাশ অনুসরণের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন-মাওলানা আবু বক্কর, হুমায়ুন কবির টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান, দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা ও মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহ্ জামাল, নারগিস জিয়াউল হক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর ইসলাম, সাংবাদিক আব্দুল হাই, আ: সাত্তার প্রমুখ। প্রচারণায় অর্ধ শতাধিক ছাত্র-যুবক অংশ গ্রহণ করেন। #


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।