• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন |
  • English Version

জামালপুরে করোনায় মৃত্যুবরণকারী দুই পুলিশ সদস্যের পরিবার পেল নগদ অর্থ

আসমাউল আসিফ:
ডিএমপি কমিশনারের পক্ষে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা দুই পুলিশ সদস্যের পরিবারের হাতে নগদ অর্থ প্রদান করেছে জামালপুর জেলা পুলিশ।
বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এই অর্থ প্রদান করা হয়। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা দুই পুলিশ সদস্যের পরিবারের হাতে অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ বাছির উদ্দিন এই নগদ অর্থ হস্তান্তর করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, শাহ শিবলী সাদিক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেমুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, ডিএমপিতে কর্মরত অবস্থায় এসআই সুলতানুল আরেফিন ও কনস্টেবল আশেক মাহমুদ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় ডিএমপি কমিশনার মো: শফিকুল ইসলামের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে দুই লক্ষ করে মোট চার লক্ষ টাকা নগদ প্রদান করা হয়। এর আগে তাদের পরিবারকে সরকারের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।