• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৯ পূর্বাহ্ন |
  • English Version

জামালপুরে নিউজ চ্যানেলের সংবাদকর্মীদের সুরক্ষায় এনসিজেএ’র পিপিই প্রদান

জামালপুর প্রতিনিধি :
জামালপুরে কর্মরত সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য পিপিই প্রদান করেছে ময়মনসিংহ অঞ্চল ভিত্তিক সংগঠন নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশন (এনসিজেএ)।
সাংবাদিকদের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে দেশের আটটি সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেলে কর্মরত ময়মনসিংহ অঞ্চলের সাংবাদিকদের নিয়ে গঠন করা হয় নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশন (এনসিজেএ)। সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ফলে সংকট কালীন সময়ে সম্মূখ যোদ্ধা হিসেবে কাজ করছেন সাংবাদিকরা। এই দুর্যোগে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সুরক্ষার জন্য শনিবার সংগঠনটির সদস্য জামালপুর জেলায় কর্মরত আটটি সংবাদ ভিত্তিক টিভি চ্যানেলের সাংবাদিকদের এসব পার্সোনাল প্রটেকটিভ ইকুইপম্যান্ট (পিপিই) প্রদান করা হয়। এর আগে ময়মনসিংহ অঞ্চলের অন্যান্য জেলাগুলোতে কর্মরত সাংবাদিকদের জন্যও পিপিই প্রদান করা হয়। সাংবাদিকদের সুরক্ষায় পিপিই প্রদান করায় জামালপুরে কর্মরত আটটি সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেলের সংবাদকর্মীরা সংগঠনের সভাপতি সময় টিভির ময়মনসিংহের সিনিয়র স্টাফ করসপনডেন্ট হারুনুর রশীদ ও সাধারণ সম্পাদক যমুনা টিভির ময়মনসিংহ ব্যুরো চীফ হোসাইন শাহিদসহ সকল কর্মকতাদের ধন্যবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।