মোঃ সুজনঃ
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন ও স্বাস্থ্য পরিদর্শক সমিতি জামালপুর জেলা শাখা।
আজ শনিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন করে বকুলতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু,জেলা স্বাস্থ্য সহকারীদের সভাপতি তরফদার আরিফুর রহমান,স্বাস্থ্য সহকারী শাহানম,মিজানুর রহমান,সরোয়ার জাহান,আবু বক্কর সিদ্দিক,তাহেরুল ইসলাম,মতিয়র রহমান,আব্দুর নূর,কামরুল হাসান,জুয়েল আল মামুন সহ আরো অনেকে। এ সময় বক্তারা কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি উগ্র মৌলবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।