মোঃ তূর্য ঃ
পতাকা উত্তোলন,বঙ্গবন্ধু ও শেখ মনির প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে জামালপুরে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ বুধবার সকালে জেলা যুবলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতকা উত্তোলন করেন জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু ও সাধারন সম্পাদক ফারহান আহমেদ। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা পিপলু,আকবর,দোলন,হাবিবুল্লাহ হাবু সহ আরো অনেকে। পরে বঙ্গবন্ধু ও শেখ মনির প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে দলীয় নেতাকর্মীরা। এ সময় বক্তারা যুবলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আওয়ামীলীগের ভ্যানগার্ড হিসেবে কাজ করার আহ্বান জানান।