• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন |
  • English Version

জামালপুরে সাংবাদিক ও পুলিশকে পিপিই দিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী

 

আলী আকবর :

পেশাগত কাজে করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে জামালপুরে কর্মরত সাংবাদিক পুলিশ সদস্যদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী।

মঙ্গলবার ( এপ্রিল) বিকেলে বানাকুড়া নিজ কার্যালয়ে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান জেলা প্রেসক্লাবের সভাপতি এমএ জলিলের হাতে তুলে দেন। এছাড়া পুলিশ সদস্য পরিবার পরিকল্পনা মাঠ কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্য সকালে তাদের হাতেও পিপিই তুলে দেন।

সময় জেলার কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পিপিই পেয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যানকে ধন্যবাদ জানান উপস্থিত সাংবাদিক এবং পুলিশ সদস্যরা।

জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী জানান, প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে কঠিন সময় পার করছে মানুষ। সময় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাংবাদিকরাও ঝুঁকি নিয়ে মাঠে সংবাদ সংগ্রহের কাজে থাকেন। তাই তাদেরও পেশাগত নিরাপত্তার দরকার রয়েছে। বিষয়টি মাথায় রেখে ব্যক্তিগত তহবিল থেকে জামালপুর জেলার কর্মরত সাংবাদিক এবং পুলিশ সদস্য স্বাস্থ্য কর্মীদের জন্য পিপিই দিয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা,সাধারন সম্পাদক লুৎফর রহমান,জেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ জলিল,সিনিয়ির সহ-সভাপতি ফজলে এলাহী মাকাম সহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।