• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৮ পূর্বাহ্ন |
  • English Version

জামালপুরে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর অংশ হিসেবে তৃতীয় লিঙ্গের (হিজড়া) সম্প্রদায়ের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

 

এম.এফ.এ মাকাম ঃ
করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর অংশ হিসেবে জামালপুরে তৃতীয় লিঙ্গের (হিজড়া) সম্প্রদায়ের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন।

শনিবার দুপুরে জামালপুর সিংহজানী খাদ্য গুদাম চত্বরে তৃতীয় লিঙ্গের ৯৫ জন মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিজনকে ১০ কেজি করে চাল, ১ কেজি মশুর ডাল, একটা সাবান ও একটা করে মাস্ক দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার শাখার উপ পরিচালক কবির উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোকলেছুর রহমান, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি,জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক মোঃ সুরুজ্জামান,জেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ জলিল,জামালপর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, ,পিআইও আরিফুর রহমান আরিফ ,সাংবাদিক ফজলে এলাহী মাকাম সহ আরো অনেকে।
এ বিষয়ে হিজড়াদের সংগঠন সিঁড়ি সমাজ কল্যান সংস্থার সভাপতি,জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় জয়িতা ইঞ্জিনিয়ার আরিফা ইয়াসমিন ময়ুরী জানান,মানবতার মা ,আমার মা এই করোনা ভাইরাসের কারণে সৃষ্ট দূর্যোগে সমাজের তৃতীয় লিঙ্গের হিজরা সম্প্রদায়ের প্রতি সদয় দৃষ্টি দিয়ে তাদের জন্য চাল,ডাল,সাবন,মাক্স এর ব্যবস্থা করে দেওয়ার মাধ্যমে সদয় হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর এমন উপহারে আমরা অনেকে অনেক আনন্দিত। সে জেলা প্রসাশক মোহাম্মদ এনামুল হকসহ প্রশাসনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এছাড়া হিজড়াদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান জাতীয় জয়িতা ইঞ্জিনিয়ার আরিফা ইয়াসমিন ময়ুরী।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।