• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৬ পূর্বাহ্ন |
  • English Version

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) বিজিবি’র খেয়ারচর বিওপি’র অভিযানে ০১ জন আসামীসহ ০২ কেজি ভারতীয় গাঁজা আটক

 

প্রেস বিজ্ঞপ্তিঃ

“মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমনই মনোভাবকে সামনে রেখেই জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ এর সার্বিক দিক নির্দেশনায় অদ্য ২৩ জুন ২০২০ তারিখ খেয়ারচর বিওপির হাবিলদার মোঃ বিল্লাল হোসেন এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের বকবান্দা ঘাট এলাকায় গমন করে। আনুমানিক ১৯০০ ঘটিকায় দক্ষিণ আলগারচর হতে বড়াইবাড়ীর দিকে গমনকৃত একটি যাত্রীবাহী নৌকা উক্ত ঘাটে পৌঁছালে নৌকায় আরোহিত ০১ জন ব্যক্তির ব্যাগ তল্লাশী করে ০২ কেজি ভারতীয় গাঁজাসহ তাকে আটক করতে সক্ষম হয়। আটককৃত গাঁজার সিজার মূল্য-৭,০০০/- টাকা। আটককৃত আসামীর নাম ও ঠিকানা: মোঃ আক্কাস আলী (৫২), পিতা-মৃত কাশেম আলী, গ্রাম-চুলিয়ারচর, পোস্ট-যাদুরচর, উপজেলা-রৌমারী, জেলা-কুড়িগ্রাম। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করতঃ গাঁজাসহ রৌমারী থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির প্রতিফলন ঘটাতেই জামালপুর ও রাজিবপুর-রৌমারীর ৭২ কিঃ মিঃ সীমানা মাদকমুক্ত রাখার দৃঢ় প্রত্যয়ে বদ্ধপরিকর জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।