• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন |
  • English Version

জামালপুর শহরের বগাবাইদে ব্যাক্তি উদ্যোগে দেড়শ পরিবারকে শাক সবজি বিতরণ

 

আসমাউল আসিফ :

 

জামালপুরের বগাবাইদে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন নি¤œ আয়ের মানুষের মাঝে ব্যাক্তি উদ্যোগে শাক সবজি বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বিশিষ্ট ব্যবসায়ী সাদ্দাতুল ইসলাম পাপন ত্রাণ হিসেবে এসব শাক সবজি বিতরণ করেন।

সকাল বাজারের ব্যবসায়ী সাদ্দাতুল ইসলাম পাপন জানান, বিশ^ব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে আমাদের দেশেও অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বিশেষ করে দিন এনে দিন খাওয়া শ্রমজীবী মানুষেরা খুব কষ্টে রয়েছে। অনেকেই অনাহারে অর্ধাহারে দিন পার করছেন। তাদের কষ্ট কিছুটা লাঘবের জন্য সম্পুর্ণ ব্যাক্তিগতভাবে ত্রাণ হিসেবে এই শাক সবজি বিতরণের আয়োজন করা হয়েছে। সরকারি বেসরকারিভাবে অনেকেই চাল, ডাল, তেল, আলু ইত্যাদি বিতরণ করছেন, তাই অন্যান্য পুষ্টির চাহিদা পুরণের কথা মাথায় রেখেই অসহায় ও দরিদ্রদের জন্য শাক সবজি বিতরণের ব্যাতিক্রম উদ্যোগ গ্রহন করি। প্রায় দেড়শ পরিবারকে টমেটো, করলা, কাঁচামরিচ, ডাটা, মিষ্টি কুমড়া, পুঁইশাক ইত্যাদি বিতরণ করা হয়। সামান্য হলেও শাক সবজি পেয়ে সবাই খুব খুশি হয়েছে। শাক সবজি বিতরণকালে উপস্থিত ছিলেন সমাজকর্মী নাজমুল হাসান, রবিন, শামীম আহমেদ, সুমন, নয়ন মিয়া প্রমুখ।

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।