আফনান/তন্ময় ঃ
জামালপুর শহরের ৬নং ওয়ার্ড এর কেন্দ্র ভিত্তিক কমিটি গঠনের জন্য কর্মী সমাবেশ করা হয়েছে। রবিবার বিকালে শহরের ভকেশনাল ট্রেনিং ইনিষ্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্র ভিত্তিক কর্মী সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আতিকুর রহমান ছানা,আশরাফ হোসেন তরফাদার,জেলা যুবলীগের সাধারন সম্পাদক ফারহান আহমেদ,যুগ্ম সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম খোকন,৬নং ওয়ার্ড যুবলীগ আহ্বায়ক দিলশাদ হোসেন দিপু ও সঞ্চালনা করেন রফিকুল ইসলাম । এ সময় বক্তারা আগামী নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়যুক্ত করে আওয়ামীলীগের ভ্যানগার্ড হিসেবে কাজ করার জন্য সকাল নেতাকমীদের প্রতি আহ্বান জানান। পরে ৬নং ওয়ার্ড যুবলীগের ১নং ইউনিট কমিটিতে রাশেদুল ইসলামকে সভাপতি ও সাজ্জাদ হোসেন রাব্বিকে সাধারন সম্পাদক , ২নং ইউনিট কমিটিতে মোঃ সোহেল রানা সভাপতি ও পিযুষ চন্দ্র পাল সাধারন সম্পাদক,৩নং ইউনিট কমিটিতে মোঃ রাজু সভাপতি ও এমরান হোসেন সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এ সময় জেলা যুবলীগের সাধারন সম্পাদক জেএম নিউজ২৪.কমকে জানান, দলীয় ভাবে যুবলীগকে শক্তিশালী ও নেতাকর্মীদের দলীয় কার্যক্রমে সক্রিয় অংশ গ্রহন করাতে পৌরসভার সকল ইউনিট কে যুবলীগের মাধ্যমে সচল করার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যাতে জামালপুর জেলা যুবলীগ পরিচ্চন্ন থেকে মাদক ও সন্ত্রাস মুক্ত থেকে কাজ করে যেতে পারে।