• সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:০৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
নকলায় সমাজেসেবা দিবস উদযাপন উপলক্ষে ওয়াকাথন ও মুক্ত আড্ডা নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে নকলায় মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন নকলায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নকলায় সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উপদেষ্টা পরিষদ গঠন নকলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ২দিন ব্যাপী কর্মশালার সমাপণী নকলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও মানববন্ধন নকলায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উদযাপন, ৪ জয়িতাকে সম্মাননা প্রদান নকলায় কৃষি প্রণোদনার ধান বীজ খোলা বাজারে : দুই দোকানদারকে জরিমানা নকলায় বিনামূল্যে ব্রিধানের বীজ বিতরণ

ঢাবি হল শাখা ছাত্রলীগের কমিটিতে নকলার ৬ কৃতি শিক্ষার্থী

ঢাবি হল শাখা ছাত্রলীগের কমিটিতে নকলার ৬ কৃতি শিক্ষার্থী

নকলা (শেরপুর) প্রতিনিধি:

বাংলাদেশের অক্সফোর্ট বিশ্ববিদ্যালয় খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে স্থান করে নিয়েছেন শেরপুর জেলার নকলা উপজেলার ছয় কৃতি শিক্ষার্থী।

ঢাবি হল শাখা ছাত্রলীগের কমিটিতে স্থান পাওয়া নকলার কৃতি শিক্ষার্থী হলেন- নকলা পৌরসভার নকলা দক্ষিণ এলাকার মরহুম মজিবর রহমানের ছেলে শাফায়াত রহমান সিফাত, উপজেলার উরফা ইউনিয়নের মাওলানা আব্দুস সামাদের ছেলে হাসিবুল হাসান হাসিব, উরফা ইউনিয়নের মো. রেজাউল হক হীরার ছেলে জাদিদ ইমতিয়াজ আহমেদ সিয়াম, রিহিলা গ্রামের সাংকু মিয়ার ছেলে মাহবুব আলম সুমন, চরঅষ্টধর ইউনিয়নের মরহুম তারা মিয়ার ছেলে সাদেকুর রহমান সানি ও রেহাই অষ্টধর গ্রামের মো. ওয়াজেদ আলীর ছেলে মো. তৌহিদুল ইসলাম।

ঘোষিত লিখিত কমিটি সূত্রে জানা গেছে, শাফায়াত রহমান সিফাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে অবস্থান করেন। তিনি ঢাবি’র শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

হাসিবুল হাসান হাসিব ঢাবি’র বাংলা বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের নতুন কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

জাদিদ ইমতিয়াজ আহমেদ সিয়াম ঢাকা বিশ্ববিদ্যালয়ে থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত এবং বিজয় একাত্তর হলে অবস্থান করেন। তিনি ঢাবি’র বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের নতুন কমিটির নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

মাহবুব আলম সুমন ঢাবি’র দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং মাস্টারদা সূর্যসেন হলে অবস্থান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের নতুন কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

সাদেকুর রহমান সানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং হাজী মুহাম্মদ মুহসীন হলে অবস্থান করেন। তিনি ঢাবি’র হাজী মুহাম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের নতুন কমিটির মানবসম্পদ উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

মো. তৌহিদুল ইসলাম ঢাবি’র আরবী বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং মাস্টারদা সূর্যসেন হলে অবস্থান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের নতুন কমিটির বিজ্ঞান বিষয়ক উপ-সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

স্ব স্ব হলের শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগনের স্বাক্ষরিত ও অনুমোদনের জন্য সুপারিশকৃত আলাদা আলাদা কমিটি গুলো ২২ নভেম্বর মঙ্গলবার চূড়ান্ত অনুমোদন করেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।