• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ন |
  • English Version

দেওয়ানগঞ্জে ওএমএস এর চাল বিক্রি শুরু।

———————
মোস্তাইন বিল্লাহ দেওয়ানগঞ্জ (জামালপুর )প্রতিনিধি।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় করোনার কালে অসচ্ছলদের সহায়তা হিসেবে সরকারের খোলাবাজারে বিক্রি কর্মসূচি-ওএমএস এর ১০ টাকা কেজি দরের চাল বিক্রি শুরু হয়েছে। ৯ এপ্রিল সকালে উপজেলার পৌর শহরের সোনালী ব্যাংকের পাশে চাল বিক্রি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া।

জানা গেছে, নিম্নআয়ের সাধারণ মানুষ স্বল্পমূল্যে হাতের কাছেই যাতে চাল ক্রয় করতে পারেন সে লক্ষ্যেই ওএমএস চাল বিক্রি কার্যক্রম শুরু করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া জানান, করোনা ভাইরাসের পাদুর্ভাবে কেউ যেন খাদ্য সমস্যায় না ভোগেন সেজন্য সরকার সাধারণ মানুষের জন্য ওএমএস এর কার্যক্রম শুরু করা হয়েছে। প্রতিদিন একজন ডিলার ১ মেট্রিকটন চাল ১০ টাকা হিসাবে বিক্রি করতে পারবেন। এবং জন প্রতি ৫ কেজি করে কিনতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা জয় কৃষ্ণ গুপ্ত, ট্যাগ কর্মকর্তা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম।

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।