• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫১ পূর্বাহ্ন |
  • English Version

নকলায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

নকলায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দিবস উদযাপন ২০২২ উপলক্ষে নকলায় প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১ লা মার্চ নকলা উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা হল রুমে এই প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ তার বক্তব্যে বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের সেই ৭ ই মার্চের ভাষণের নেপথ্যে পুরো বাঙ্গালী জাতি স্বাধীনতা যুদ্ধে অনুপ্রাণিত হয়ে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা অর্জন করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই রেসকোর্স ময়দানের ১৮ মিনিটের বক্তব্যে শব্দ সংখ্যা ছিল ১১০৮ টি ,একেকটি শব্দ বাঙ্গালীর স্বাধীনতার পক্ষে হৃদয়ের গহীনে জায়গা করে নিয়েছিল। আর ২০১৭ সালের ৩০ অক্টোবর জাতিসংঘের ইউনেস্কো ৭ ই মার্চের ভাষণকে ঐতিহাসিক ভাষণ হিসেবে স্বীকৃতি লাভ করে।

আলোচনা সভায় নকলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ৭ই মার্চ ভাষন উপলক্ষে প্রস্তুতি মূলক আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ বোরহান উদ্দিন ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন,নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন,নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিসেট্রট কাওসার আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন ।

প্রস্তুতি মূলক আলোচনা সভায় আরো উপস্থিত নকলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহিদুল ইসলাম, সহ-সভাপতি ও চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আঃ খালেক,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মুনসুর,নকলা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিপন,কৃষক লীগের আহ্বায়ক আলমগীর আজাদ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্যামল সূত্রধর,নকলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ সরকারী দপ্তরের অফিসার সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।