• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫০ পূর্বাহ্ন |
  • English Version

নকলায় বীর মুক্তিযোদ্ধা মরহুম মোস্তাফিজুর রহমানের স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

নকলা(শেরপুর) প্রতিনিধি: বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় নকলা উপজেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত নেতা ও নকলা উপজেলা আওয়ামী লীগের রাজনৈতিক মহান পুরুষ বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যাপক মরহুম মোস্তাফিজুর রহমানের কে স্মরণ করে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।

বক্তারা বীর মুক্তিযোদ্ধা মরহুম মোস্তাফিজুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা ভরে স্মরণ করে  স্বাধীনতা যুদ্ধের সময় ও দেশের সংকটময় মুহূর্তে সর্বোচ্চ অবদান রেখেছেন এই মহান বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর  রহমান । এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ছিল তার অগাধ বিশ্বাস ও ভালবাসায় নিজেকে সার্বক্ষণিক নিয়োজিত রেখেছেন নকলা উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সাথে। প্রতিটি দলীয় প্রার্থীর নির্বাচনে তিনি নৌকার পক্ষে ভোট চেয়ে মাইকে ছড়িয়েছেন অগ্নিঝরা গঠন মুলক বক্তব্য।জেল জুলুম নির্যাতন সহ্য করে  নকলা উ উপজেলা আওয়ামী লীগের দীর্ঘ দিনের সভাপতি থাকার সময় কোন লোভ হিংসা ছিল না তার মনে। ধনী গরিব,ছোট বড় সবাইকে বুকে জড়িয়ে নিতেন খুব সহজেই। লোভ লালসা থেকে দুরে থাকতেন  ও দলীয় পদে থেকেও কখনো তার অপব্যবহার করেননি এই মহান বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান । গত ২৩ আগস্ট বিকেল ৫টা ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। থেকে যায় এই মহান বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের রাজনৈতিক ও ব্যক্তি জীবনের অনেক ইতিহাস।

৫সেপ্টেম্বর রবিবার বিকেল ৪টা নকলা  মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

নকলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুনের সভাপতিত্বে আজকের এই স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

 প্রধান অতিথি এডভোকেট চন্দন কুমার পাল বলেন,বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের  মৃত্যুতে নকলা উপজেলা আওয়ামী লীগে গভীর শূন্যতা তৈরি হয়েছে বলে মত প্রকাশ করেন।

 নকলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা সাবেক  অধ্যাপক মুস্তাফিজুর রহমানের স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত স্মৃতিচারন মুলক বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আঃ খালেক, সহ -সভাপতি ফেরদৌসুর রহমান জুয়েল , নকলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন , নকলা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন ।

বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের  ভারপ্রাপ্ত সভাপতি ও  ৮ নং চর অষ্টধর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানি ,সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সামিউল হক মুক্তা, সাংগঠনিক সম্পাদক ও ৩নং উরফা ইউনিয়নে চেয়ারম্যান রেজাউল হক হীরা, সাংগঠনিক সম্পাদক ও ২নং নকলা  ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান সোজা ,প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, নকলা উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, জেলা পরিষদ সদস্য আন্জুমানারা বেগম ,৪নং গৌড়দ্বার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন লিটন,  নকলা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক  ৫ নং বানেশর্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, নকলা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্যামল সূত্রধর, বঙ্গবন্ধু তথ্য ও গবেষণা পরিষদের সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক মজিবুর রহমান ,নকলা হাজী জালমামুদ সরকারী ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক শফিকুল ইসলাম  দুলাল , নকলা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মাহবুবুল আলম সোহাগ ,নকলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরে আলম উৎপল , ১নং গনপদ্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান হোসেন ,২নং নকলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান( চানু),৫নং বানেশর্দী ইউনিয়ন আওয়ামী লীগের  ভারপ্রাপ্ত সভাপতি শরিফুল ইসলাম,৭নং টালকি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আকন্দ, ৮নং চর অষ্টধর ইউনিয়নের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত  সাধারণ সম্পাদক সিয়াবুল বাদশা সহ অনেকেই।

এই স্মরণ সভায় নকলা উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ ছাত্রলীগ,কৃষক লীগ,শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।