নকলায় স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নকলা (শেরপুর) প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ হাতে গড়া বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নকলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
নকলা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গনে বিকেল ৪টায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেই সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য দৌহিত্র সজীব ওয়াজেদ জয় এর জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল,যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিপন,বানেশ্বর্দী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শরিফ হাসান।
নকলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু সভাপতিত্বে আলোচনা সভায় সঞ্চালনায় ছিলেন নকলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নকলা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু হামজা কনক, সাবেক জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ অনেকই।
মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নকলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোস্তাফিজুর রহমান সবুজ ।