• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন |
  • English Version

নকলায় ৪টি পরিবারের পুরুষের লুঙ্গি মেয়েদের পড়নের শাড়ি ছাড়া আগুনে সব পুড়ে ছাই!!

নকলায় ৪টি পরিবারের পুরুষের লুঙ্গি মেয়েদের পড়নের শাড়ি ছাড়া আগুনে সব পুড়ে ছাই!!

নকলা (শেরপুর )প্রতিনিধি:
পুরুষের পড়নের লুঙ্গি আর মেয়েদের পড়নের শাড়ি ছাড়া সব পুড়ে ছাই হয়ে গেছে ৪ টি কৃষক পরিবারের। কষ্টের আহাজারিতে পুরো গ্রামে বইছে আগুনে পুড়ে যাওয়া পরিবারের জন্য ।

শেরপুরের নকলা উপজেলায় পৌরসভার ৬নং বাদাগৈড় ওয়ার্ডে সকাল ৯টা ৩০মিনিটের সময় বিদ্যুৎতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ।মুহূর্তের মধ্যেই একে একে ৪টি কৃষকের ঘর ও আসবাবপত্র সহ মজুদ করা ধান চাল খাদ্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। ছেলে মেয়েদের পড়ার বই খাতা সহ সঞ্চিত টাকা পয়সা সব কিছুই পুড়ে ছাই।

পৌরসভার বাদাগৈড় মধ্য পাড়া মরহুম হামেদ আলীর ছেলে সুরুজ্জামাল, মিনাল মিয়া, আবুল ,হোসেনের পুড়ে ছাই হয়ে গেছে সব । খোলা আকাশের নিচে থাকা ছাড়া আর কিছুই সঞ্চিত নেই।

কৃষক মিনাল মিয়া জানান, ঘরে খাওনের লাইগা ৫ মন ধান আছিল আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে এহন কি খামু?

অথচ মাত্র ৩০০ গজ দূরে ফায়ার সার্ভিস স্টেশন তবে জমির মালিকানা মামলা জটিলতা চলছে ৩যুগ ধরে।

নকলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, আগুনে পুড়ে যাওয়া পরিবারের জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে সেই সাথে নকলা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন মামলা জটিলতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছে প্রশাসন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।