• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫২ অপরাহ্ন |
  • English Version

নকলার বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম না ফেরার দেশে চলে গেলেন 

নকলার বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম না ফেরার দেশে চলে গেলেন

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল করিম মারা গেছেন, ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পলাশকান্দী গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

তিনি রোববার (৫ ফেব্রুয়ারী) সকাল ১০টার সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বিকেল ৫টার সময় বাজারদী গোরস্থান মাঠে পুলিশের একটি চৌকস দলের গার্ড অব অনার প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এর পরে বাজারদী গোরস্থান মাঠে মহুমের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর দ্বিতীয় জানাজা রোববার রাত সাড়ে ৮টার সময় মরহুমের গ্রামের বাড়ি পলাশকান্দীতে অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

নকলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের অফিস সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল করিমের লাল মুক্তিবার্তা তালিকা নম্বর ০১১৪০৩০২৮৬, গেজেট তালিকা নম্বর ৯৮৭, কল্যাণ ট্রাস্ট তালিকা নম্বর ১৫৮৪৮। জাতীয় পরিচয় পত্র (এনআইডি) অনুযায়ী তাঁর জন্ম ৩১ ডিসেম্বর, ১৯৫৪ খ্রি.। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর ১ মাস ৫ দিন।

বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিমের মৃত্যুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইসকান্দার হাবিব, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মৎস্যজীবী লীগ, শ্রমীক লীগ, কৃষক লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগনসহ বিভিন্ন পেশাশ্রেণীর অনেকে আলাদাভাবে শোক প্রকাশের পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।