• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪১ পূর্বাহ্ন |
  • English Version

নকলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

নকলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২২ পালিত

নকলা (শেরপুর) প্রতিনিধি:
টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য “এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রতিবছরের ন্যায় নকলা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নকলা উপজেলা পরিষদ হল রুমে সকাল ১১টায় নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাউসার আহমেদ সভাপতিত্বে নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন।

প্রধান অতিথি নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় বলেন, আর্থ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সহ সমাজের প্রতিটি স্তরে নারীদের সুরক্ষায় কাজ করেছে বর্তমান আওয়ামী লীগ সরকার।

প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ তার বক্তব্যে বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের এই সোনার বাংলার স্বনির্ভর অর্থনীতিতে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়নের ও বাংলাদেশের উন্নয়নের জন্য অগ্রদূত তিনি একজন নারী । সেই সাথে নারী পুরুষের সম অধিকার প্রতিষ্ঠায় শেখ হাসিনা বিশ্বে রোল মডেল হিসেবে বাস্তব উদাহরণ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদের সঞ্চালনায় নারী দিবস শুুুভেচ্ছা বক্তব্য দিয়ে আলোচনা সভার শুভ উদ্বোধন করেন নকলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা জান্নাত ।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নকলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলা খাতুন,, উপজেলা নির্বাহী স্বাস্থ্য প্রকৌশলী রোমানা হক,তথ্য ও প্রযুক্তি অফিসার সাইমুন সাহনাজ, উপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা ছাবিনা শারমিন ,উপজেলা সমবায় অফিসার, উপজেলা আনসার বি ডি পি অফিসার সহ অনেকেই উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।