• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৬ পূর্বাহ্ন |
  • English Version

নকলায় ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নকলায় ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১সালের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে নকলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নকলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে নকলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিকেল ৪টা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।নকলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ তার বক্তব্যে বলেন, ঐতিহাসিক ৭ই মার্চের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ভাষণে বাঙ্গালীর স্বাধীনতার যুদ্ধে অনুপ্রাণিত হয়ে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা অর্জন করেছিল। সেই ১৮ মিনিটের ভাষনের মধ্যে সমগ্র বাঙ্গালী পশ্চিমা পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়েছিল। সেই ঐতিহাসিক ভাষণ শুনতে রেসকোর্স ময়দানে প্রায় ১০ লক্ষ মানুষের সমাগমে স্বাধীনতার মন্ত্র পাঠ করেন”এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ।

সেই ৭ই মার্চের ভাষণ কে জাতিসংঘের ইউনেস্কা ২০১৭ সালের ৩০ অক্টোবর ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি প্রদান করে।

নকলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আঃ খালেক তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ভাষণে স্বাধীনতার দিক নির্দেশনা সহ মুক্তির বার্তা দিতেই এই ভাষন দিয়েছিলেন তিনি। পশ্চিমা পাকিস্তানী গোয়েন্দা সংস্থা সেই ৭ ই মার্চের ভাষণ কে নীরবেই স্বাধীনতার ঘোষণা করেছে বলে অভিহিত করেন।

নকলা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফেরদৌসুর রহমান জুয়েল, সহসভাপতি ও নকলা চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আঃ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক ও নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ বোরহান উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, নকলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা,জেলা পরিষদ সদস্য ও মহিলা বিষয়ক সম্পাদিকা আঞ্জুমান আরা বেগম রুমি,নকলা পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মাহবুবুল আলম সোহাগ, নকলা উপজেলা আওয়ামী লীগের সদস্য ইন্দ্রজিৎ কুমার সুভাসধর, নকলা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক এফ এম কামরুল আলম রন্জু ও যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিপন ,শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবু শ্যামল কুমার সূত্রধর, নকলা উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী যুবলীগ, উপজেলা জাতীয় শ্রমিক লীগ, উপজেলা কৃষক লীগ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা ছাত্রলীগসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।