নকলায় কৃষি প্রণোদনার ধান বীজ খোলা বাজারে : দুই দোকানদারকে জরিমানা
নকলা(শেরপুর)প্রতিনিধি :
শেরপুরের নকলায় কৃষি প্রণোদনার কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য সরবরাহ করা সরকারি ধান বীজ দোকানে রেখে খোলা বাজারে বিক্রির অভিযোগে দুই দোকানীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার ৮ ডিসেম্বর বিকেলে নকলা পৌরশহরে উপজেলা কৃষি বিভাগের সহযোগীতায় এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুয়েল মিয়া।
ওই দোকানীরা হলেন নকলা পৌরশহরের শাহীন বীজ ভান্ডারের স্বত্তাধীকারি নাসির উদ্দিন ও মেহেদী এন্টারপ্রাইজের স্বত্তাধীকারী মুঞ্জুরুল হক। এসময় ৭১০ কেজি সরকারি ধান বীজ জব্দ করা হয়।
সহকারি কমিশনার (ভূমি) মো. জুয়েল মিয়া জানান, কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য কৃষি প্রণোদনার সরকারি ধান বীজ শাহীন বীজ ভান্ডার ও মেহেদী এন্টারপ্রাইজে রেখে কৃষকদের মাঝে বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালাই। এসময় ৭১০ কেজি বীজ ধান জব্দ করি এবং দোকানী নাসির উদ্দিনকে ২০ হাজার ও মুঞ্জুরুুল হককে ১০ হাজার টাকা জরিমানা করি। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
দোকানীরা জানায়, এসব বীজ ধান বিক্রির উদ্যেশে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা থেকে নকলায় নিয়ে আনা হয়।