• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:০০ পূর্বাহ্ন |
  • English Version

নকলায় জিলহজ্জ গ্রুপের হাজী সম্মেলন, গমনে ইচ্ছুকদের মৌলিক প্রশিক্ষণ

নকলায় জিলহজ্জ গ্রুপের হাজী সম্মেলন, গমনে ইচ্ছুকদের মৌলিক প্রশিক্ষণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় জিলহজ্জ গ্রুপ বাংলাদেশ-এর হাজী সম্মেলন ও চূড়ান্ত নিবন্ধিত পবিত্র হজ্জ গমনে ইচ্ছুকদের দিনব্যাপি মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

শনিবার নকলা শহরের মধ্য বাজারের মাসজিদুল হাবিব মসজিদে জিলহজ্জ গ্রুপের তত্ববধানে পবিত্র হজ্জ পালন কারীদের নিয়ে সমন্বয়ে সম্মেলন এবং নতুন ও চূড়ান্ত নিবন্ধিত হজ্জ গমনে ইচ্ছুকদের এ প্রশিক্ষণ দেওয়া হয়।

জিলহজ্জ গ্রুপ বাংলাদেশ-এর আয়োজনে ও স্থানীয় মুয়াল্লেম (গাইডার) আলহাজ্ব মো. হেলাল উদ্দিন আকন্দ-এর তত্বাবধানে ও সহযোগিতায় এই সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে জিলহজ্জ গ্রুপ বাংলাদেশ-এর স্বত্বাধিকারী আব্দুছ ছাত্তার চাকলাদার, নকলা বড় মসজিদের সাবেক খতিব হযরত মাওলানা ওসমান গণি, জিলহজ্জ গ্রুপ বাংলাদেশ-এর স্থানীয় গাইডার আলহাজ্ব মো. হেলাল উদ্দিন আকন্দ, আলহাজ্ব মনিরুজ্জামান মনিরসহ ও অভিজ্ঞ হাজ্জীগন তাদের বক্তব্যের মাধ্যমে ও হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

এসময় বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মুয়াল্লেম (গাইড)-এর সহকারী আলহাজ্ব মো. মোশারফ হোসাইন, জিলহজ্জ গ্রুপ বাংলাদেশ-এর হজ্জ গ্রুপের দলনেতা মুহাম্মদ আদেল আকন্দ ও স্থানীয় মসজিদের ইমাম-মোয়াজ্জেমসহ পুরাতন হাজ্জীগন ও পবিত্র হজ্জ গমনে ইচ্ছুক অর্ধশতাধিক ধর্মপ্রান নারী-পুরুষ ও স্থানীয় মুসলমানগন উপস্থিত ছিলেন।

এ প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, ইসলাম সবসময় শান্তির কথা বলে। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হলো হজ্জ। আর্থিকভাবে সামর্থ্যবান ব্যক্তিগনকে যত দ্রুত সম্ভব হজ্জ পালন করা উচিত। হাজ্জী গনের কল্যাণে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। আত্মশুদ্ধির জন্য হজ্জে গমনে ইচ্ছুকদের জন্য এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।