নকলায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উদযাপন, ৪ জয়িতাকে সম্মাননা প্রদান
নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় র্যালি, আলোচনা সভা ও চার ক্যাটাগরিতে উপজেলার সফল চার জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে র্যালিটি উপজেলা কমপ্লক্সের সামনে থেকে বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র-এঁর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সিদ্দিকুর রহমান ও উপজেলা আইসিটি অফিসার সাইমুন শাহনাজ প্রমুখ।
বক্তারা বেগম রোকেয়ার জন্ম-মৃত্যু ও তাঁর কর্মময় জীবনের প্রেক্ষাপট তুলে ধরেন। পরে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী শিল্পী খাতুন, শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী আরমিন হোসেন, সফল জননী হিসেবে মাহমুদা আক্তার ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু কারী সফল নারী মোছা. মিতা খাতুনের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তোলে দেওয়া হয়।
এসময় সরকারি-বেসরকারি পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ, নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার ক্ষেত্রে উপজেলার কোন সফল নারীর আবেদন জমা হয়নি বলে জানিয়েছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।