• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৬ পূর্বাহ্ন |
  • English Version

নকলায় শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস পালিত

নকলায় শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস পালিত

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পুত্র শেখ রাসেল এর ৫৯তম জন্ম বার্ষিকী ও শেখ রাসেল দিবস যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে পালিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৮অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মো: বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ,যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন,ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মেয়র হাফিজুর রহমান, সহকারি কমিশনার (ভুমি) মো. শিহাবুল আরিফ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান, নকলা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আলমগীর আজাদ, যুগ্ম আহ্বায়ক মন্নাফ খান, নকলা উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিপন, নকলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও নকলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে সভাকক্ষে কেন্দ্রীয় ভাবে আয়োজিত উদ্বোধনী ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার উপভোগ করেন। সব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।