• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ন |
  • English Version

নকলা উপজেলায় সেরা মৎসচাষী পুরস্কার পেল মোস্তাফিজ

নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলায় সেরা মৎসচাষী হিসেবে পুরস্কার লাভ করেছে গৌড়দ্বার ইউনিয়নের রুনীগাও গ্রামের বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান।

জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে ২৯ আগস্ট শেরপুর জেলা প্রশাসকের রজনীগন্ধা সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেব জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশিদ এই পুরস্কার বিতরণ করেন।
নকলা উপজেলায় মোস্তাফিজুর রহমান সহ মোট ৫ জন এই পুরস্কার লাভ করেন সদর উপজেলার হারুন অর রশিদ,শ্রীবর্দী উপজেলায় মো:ফরিদুজ্জামান,ঝিনাইগাতী উপজেলার আশরাফ উদ্দিন ও নালিতাবাড়ী উপজেলার মনজরুল হক মাসুদ এই সেরা মৎস সপ্তাহ উপলক্ষে পুরস্কার লাভ করেন।

নিজ বাড়ির আঙিনায় পুকুরে মাছ চাষ করে এখন বেশ স্বাবলম্বী । এছাড়া মোস্তাফিজুর রহমানের অনুপ্রেরণা ঐ গ্রামের অনেকেই মাছ চাষ করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়েছে।

মোস্তাফিজুর রহমান নকলা উপজেলা ৪নং গৌড়দ্বার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে স্থানীয় ভাবেও বেশ জনপ্রিয় তরুণ।

শেরপুর জেলা মৎস অফিসার মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের( উপ পরিচালক) এ টি এম জিয়াউল হক,অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তাদিরুল আহমেদ সহ অনেকেই।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।