• বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন |
  • English Version

নকলা পৌরসভার উদ্যোগে খাটিয়া বিতরণ 

নকলা (শেরপুর) প্রতিনিধি : মৃত মানুষের লাশ কাঁধে বহন করে বাড়ি থেকে কবর পর্যন্ত বহন করতে খাটিয়ার খুবই প্রয়োজন।  এই খাটিয়া

কোথাও কাঠ দিয়ে তৈরি করে আবার কোথাও লোহা দিয়ে তৈরি করার ফলে বেশ ওজনের হওয়ায় লাশ বহনে বেশ কষ্ট সাধ্য হয়।

সেই কষ্ট লাগবে শেরপুরের নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটনের উদ্যোগে  স্থানীয় সরকারের  থেকে  প্রাপ্ত  টি আরের টাকায় নকলা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এ পর্যন্ত  মোট ২২ টি এস এস স্টিলের খাটিয়া বিতরণ করা হয়। যা ওজনে কম হওয়ায় লাশ বহনে তুলনামূলক ভাবে কম  কষ্টের।  প্রতিটি খাটিয়ার তৈরিতে ব্যয় হয়েছে ২৫ হাজার টাকা।

নকলা পৌরসভা মেয়র হাফিজুর রহমান লিটন বলেন,আমাদের মাননীয় এম পি বেগম মতিয়া চৌধুরীর পরামর্শে পৌরসভার প্রতিটি মসজিদে পর্যায়ক্রমে এস এস স্টিলের খাটিয়া বিতরণ করা হবে।

৬ নং ওয়ার্ডের দড়িপাড়া মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ আজিজুল হক বলেন, পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটনের নকলা পৌরসভার উন্নয়নে যেমন সবার কাছে  জনপ্রিয়তা অর্জন করেছেন তেমনি খাটিয়া বিতরণ তার এ উদ্যোগ সত্যি প্রশংসনীয়। 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।