নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া ও আলোচনা সভা
নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলায় ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (৭এপ্রিল) উপজেলার ঐতিহ্যবাহী নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা, সংবর্ধনা ও দোয়ার আয়োজন করা হয়।
নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,অত্র প্রতিষ্ঠানের দাতার প্রতিষ্ঠাতার সন্তান ও রাজনীতিবিদ জহিরুল হক কেশু, সমাজসেবক সৈয়দ হাসান, নয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শহিদা পারভীন,নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান, সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক জুয়েল মিয়া প্রমুখ। আলোচনা সভার পরে এসএসসি-২০২৫ এর বিদায়ী পরীক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী, অভিভাবক-শিক্ষার্থী ও রাজনৈতিকবিদ,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সবশেষে পরীক্ষার্থীদের সাফল্য ও উচ্চ বিদ্যালয়টির উত্তরোত্তর উন্নতি ও বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনায় উপস্থিত সকলকে সাথে নিয়ে বিশেষ দোয়া পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম।