• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৪ পূর্বাহ্ন |
  • English Version

নাটাব ফিজিক্যাল থেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন ক্লিনিক এর সৌজন্যে সর্ব সাধারনের মাঝে গ্লাভস ও করোনাভাইরাস সংক্রান্ত সচেতনতা মুলক লিফলেট বিতরণ

 

ফজলে এলাহী মাকাম :

নাটাব ফিজিক্যাল থেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন ক্লিনিক এর সৌজন্যে ঢাকার বিভিন্ন এলাকার দোকানদার,রিক্সা চালক,সিএনজি চালক ও সর্ব সাধারনের মাঝে গ্লাভস ও করোনাভাইরাস সংক্রান্ত সচেতনতা মুলক লিফলেট বিতরণ করা হয়।

রবিবার দিনভর বাংলাদেশ আওয়ামী লীগ এর উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য মোজাফফর হোসেন পল্টু’র নির্দেশনায় বঙ্গবন্ধু এভিনিউ, পল্টন,মতিঝিল,গুলিস্তান এলাকায় দোকানদার,রিক্সা চালক,সিএনজি চালক ও সর্ব সাধারনের মাঝে গ্লাভস ও করোনাভাইরাস সংক্রান্ত সচেতনতা মুলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় অন্যান্যদের মাঝে এসব পন্য বিতরন করেন বাংলাদেশ আওয়ামী লীগ এর যুব ও ক্রীড়া উপ-কমিটি সদস্য, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ এর যুগ্মসচিব ডা. আরিফ যোবায়ের, নাটাব এর সেক্রেটারি জেনারেল খায়রুদ্দিন আহমেদ মুকুল, বক্সিং ফেডারেশন এর ভাইস প্রেসিডেন্ট নিজামুদ্দিন চৌধুরী পারভেজ  সহ আরো অনেকে। এ সময়  ডাঃ আরিফ যোবায়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন,মানুষের সেবায় তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।এছাড়া সিনিয়র সিটিজেনদের প্রতি আরো যত্নবান হওয়ার পাশাপাশি সকলকে সচেতন থেকে করোনা ভাইরাস মোকাবিলায় আতঙ্কিত না হয়ে সচেতনতার সাথে সকলকে কাজ করার আহ্বান  জানানো হয় ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।