• সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
নকলায় সমাজেসেবা দিবস উদযাপন উপলক্ষে ওয়াকাথন ও মুক্ত আড্ডা নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে নকলায় মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন নকলায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নকলায় সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উপদেষ্টা পরিষদ গঠন নকলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ২দিন ব্যাপী কর্মশালার সমাপণী নকলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও মানববন্ধন নকলায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উদযাপন, ৪ জয়িতাকে সম্মাননা প্রদান নকলায় কৃষি প্রণোদনার ধান বীজ খোলা বাজারে : দুই দোকানদারকে জরিমানা নকলায় বিনামূল্যে ব্রিধানের বীজ বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করলেন বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে

জেএম নিউজ ডেক্স :

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রাবাড়ী-মাওয়াভাঙ্গা রুটে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে এর উদ্বোধন করেন তিনি।

রাজধানীর সঙ্গে বৃহত্তর খুলনা বরিশাল অঞ্চলের জনগোষ্ঠীর নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ৫৫ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে নির্মাণ করার ফলে দক্ষিণপশ্চিমাঞ্চলের জেলাগুলোর মানুষের যাতায়াত এখন আরও সহজ হয়ে উঠবে। এই এক্সপ্রেসওয়ের দুটি অংশ .১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর মধ্য দিয়ে সংযুক্ত হবে, যা বর্তমানে নির্মাণাধীন রয়েছে।

এসময় গণভবন থেকে তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণ (সংশোধিত) প্রকল্পের আওতায় লেন বিশিষ্ট কিলোমিটার তৃতীয় কর্ণফুলী (শাহ আমানত সেতু) সেতু অ্যাপ্রোচ সড়ক এবং ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় খুলনা, বরিশাল গোপালগঞ্জ সড়ক জোনে নির্মিত ২৫টি সেতু এবং ঢাকাখুলনা জাতীয় মহাসড়কের (এন) যাত্রাবাড়ী ইন্টারসেকশন থেকে (ইকুরিয়াবাবুবাজার লিংক সড়কসহ) মাওয়া পর্যন্ত এবং পাচ্চরভাঙ্গা অংশ ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেনসহ লেনের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

দেশের প্রথম এই এক্সপ্রেসওয়ে দুটি সার্ভিস লেনের মাধ্যমে দেশের দক্ষিণপশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীকে যুক্ত করেছে। এক্সপ্রেসওয়েতে পাঁচটি ফ্লাইওভার, ১৯টি আন্ডারপাস এবং প্রায় ১০০টি সেতু এবং কালভার্ট রয়েছে

মাওয়া থেকে ৩৫ কিলোমিটার দীর্ঘ যাত্রাবাড়ী চৌরাস্তা এবং পানছার থেকে ভাঙ্গা পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ দুটি এক্সপ্রেসওয়ে পুরো খুলনা বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের একটি অংশের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে

বরিশাল বিভাগের ছয় জেলা, খুলনা বিভাগের ১০ জেলা এবং ঢাকা বিভাগের ছয় জেলাসহ দেশের দক্ষিণপশ্চিমাঞ্চলের ২২ জেলার মানুষ সরাসরি এই এক্সপ্রেসওয়ে থেকে উপকৃত হবেন


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।