• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫২ পূর্বাহ্ন |
  • English Version

বকশীগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির চাল উদ্ধারের মামলায় আওয়ামী লীগ সম্পাদক গ্রেপ্তার!

 

তানভীর আহমেদ হীরা:

জামালপুরের বকশীগঞ্জে একটি পরিত্যক্ত ঘর থেকে খাদ্য বান্ধব কর্মসূচির ৭১০ কেজি খাদ্য বান্ধব কমসূচির চাল উদ্ধারের ঘটনায় বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও পৌর কাউন্সিলরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে বকশীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে র‌্যাব।

মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুর ১২ টায় টায় উপজেলা পরিষদের সামনে থেকে বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ডিলার আবদুল মুন্নাফকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পলাতক রয়েছে পৌর কাউন্সিলর ও চাল ব্যবসায়ী আবুল কালাম আজাদ।

এর আগে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ২০ এপ্রিল সন্ধ্যায় জামালপুর র‌্যাব-১৪ এর একটি দল বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করে বাজারের খুররম মিয়ার একটি পরিত্যক্ত ঘর থেকে ৭১০ কেজি চাল জব্দ করে র‌্যাব সদস্যরা।

উদ্ধারকৃত চাল গুলি খাদ্য বান্ধব কর্মসূচির বলে জানিয়েছেন র‌্যাব-১৪ এর ডিএডি আনোয়ার হোসেন। বাট্টাজোড় ইউনিয়নের খাদ্য বান্ধব কমসূচির ডিলার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মুন্নাফের কাছ থেকে বকশীগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও চাল ব্যবসায়ী আবুল কালাম আজাদ চাল গুলো ক্রয় করে ওই পরিত্যক্ত ঘরে মজুদ করেছে বলে জানান র‌্যাব।

বকশীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম সম্প্রাট জানান, চাল উদ্ধারের মামলায় মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত মুন্নাফকে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।