• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন |
  • English Version

বকশীগঞ্জে বেশি মূল্যে পন্য বিক্রি করায় ছয় ব্যবসায়ীকে জরিমানা

জিএম সাফিনুর ইসলাম মেজর ,বকশীগঞ্জ(জামালপুর):
জামালপুরের বকশীগঞ্জে করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে মানুষের কাছ থেকে অতিরিক্ত মূল্যে পন্য বিক্রি করায় শনিবার দুপুরে ছয় ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ.স.ম. জামশেদ খোন্দকার দুপুরে পৌর শহরে চালের আড়ত, পেঁয়াজের বাজার ও কাঁচা বাজারে অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে ভোক্তাদের কাছ থেকে চাল,পেঁয়াজ ও নিত্যপন্যের মূল্য বেশি নেওয়ার খবর পেয়ে অভিযানে নামেন ইউএনও আ.স.ম. জামশেদ খোন্দকার।
অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পেয়ে ছয় জন ব্যবসায়ীকে মোট নয় হাজার হাজার টাকা জরিমানা করেন তিনি।
এছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিয়ে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।