• রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন |
  • English Version

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ দুধ,ডিম ও মাংস বিক্রয় শুরু

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি ঃ
জামালপুরের বকশীগঞ্জে চলামান করোনা ভাইরাস পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিত করণের লক্ষ্যে রোববার দুপুরে ন্যায্যমূল্যে ভ্রাম্যমাণ দুধ,ডিম ও মাংস বিক্রি শুরু হয়েছে।
বাংলাদেশ ডেইরী ফার্মার্স এসোসিয়েশন (বিডিএফএ)/বাংলাদেশ পোল্ট্রি ফার্মার্স এসোসিয়েশন এর বাস্তবায়নে এবং উপজেলা প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
এ সময় বকশীগঞ্জ ইউএনও মুন মুন জাহান লিজা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, বকশীগঞ্জ ডেইরী ফার্মার্স এসোসিয়েশন (বিডিএফএ) এর সভাপতি আব্দুল্লাহ আল মোকারেছ খোকন সহ উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী বন্দ উপস্থিত ছিলেন।
এর মাধ্যমে ক্রেতারা ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মাংস ক্রয় করতে পারবেন। স্থানীয় ফার্ম থেকে এসব সংগ্রহ করে ন্যায্য মূল্যে বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে।
###


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।