• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ন |
  • English Version

বকশীগঞ্জে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ব্র্যাকের বৃত্ত অঙ্কন

 

জিএম সাফিনুর ইসলাম মেজর,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে করোনা ভাইরাস সংক্রমণ রোধে বেসরকারি সংস্থা ব্র্যাক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন।

মাইক এর মাধ্যমে প্রচারণা, লিফলেট বিতরণ সহ বিভিন্ন ধরণের সচেতনতামূলক কাজ করে যাচ্ছেন ব্র্যাকের বকশীগঞ্জ এলাকা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার সকাল ১০ টায় ব্র্যাকের বকশীগঞ্জ এলাকা কার্যালয়ের উদ্যোগে পৌর শহরের কাঁচা বাজার সহ মুদি দোকানের সামনে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য তিন ফুট পর পর বৃত্ত অঙ্কন করে দেওয়া হয়েছে।

মানুষ যেন ন্যূনতম দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় পন্য কিনতে পারেন একই সঙ্গে স্বাস্থ্য বিধি মেনে চলেন সেই কারণে প্রতিটি দোকানের সামনে এই ধরণের বৃত্ত অঙ্কন করা হয়েছে।

বৃত্ত অঙ্কনের সময় ব্র্যাকের বকশীগঞ্জ এলাকা কার্যালয়ের এলাকা ব্যবস্থাপক (দাবি) আমজাদ হোসেন জানান, ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (প্রগতি) জোনায়েদ হোসেন, শাখা ব্যবস্থাপক (দাবি) মজিবর রহমান, ইউপিজির শাখা ব্যবস্থাপক সুরাইয়া খাতুন সহ বিভিন্ন অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।