• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৯ পূর্বাহ্ন |
  • English Version

বকশীগঞ্জে হামলার শিকার হয়েও চরম আতঙ্কে একটি পরিবার, মামলা না করতে হুমকি!


জিএম সাফিনুর ইসলাম মেজর,বকশীগঞ্জ
(জামালপুর)প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে জমিজমা বিরোধের জের ধরে প্রভাবশালীদের হামলার শিকার হয়েও চরম আতঙ্কে দিনানিপাত করছে একটি নিরীহ পরিবার। ঘটনায় বকশীগঞ্জ থানায় মামলা না করতে উল্টো হুমকি দিচ্ছেন ওই প্রভাবশালীরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ পৌর এলাকার চরকাউরিয়া পাখিমারা গ্রামের আবুল হাশেমের ছেলে ছালামিন মিয়ার ৫৫ শতাংশ পৈত্রিক সম্পত্তি নিয়ে একই গ্রামের বেলায়েত হোসেনের ছেলে প্রভাবশালী খোকন মিয়া , রফিকুল ইসলামের জামালপুর আদালতে মামলা মোকদ্দমা চলে আসছে।
গত ২৯ এপ্রিল বিকাল টায় খোকন মিয়া , রফিকুল ইসলামের নেতৃত্বে একদল দাঙ্গাবাজ লোক ছালামিন মিয়ার আদালতে বিচারাধীন জমিতে জোরপূর্বক ঘর নিমাণের চেষ্টা করলে ছালামিন মিয়া এতে বাধা প্রদান করেন
সময় প্রভাবশালীরা ছালামিন মিয়াকে বেধড়ক পেটাতে থাকেন। দেশীয় অস্ত্র নিয়ে হামলার ফলে আফরোজা বেগম (৩২), সাফি বেগম (২৫), আনেছা বেগম (৬০) , আঃ মতিন শিক্কু মিয়া (৪২) সখিনা বেগম (৩০) মারাত্মক আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দিকে হামলার পর উল্টো ছালামিন মিয়া তার পরিবারকে থানায় মামলা না করতে হুমকি দিচ্ছেন প্রভাবশালী খোকন মিয়া থানায় মামলা করলে এর চেয়েও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলেও হুমকি প্রদান করেন। প্রভাবশালীদের ভয়ে চরম আতঙ্কে রয়েছে পরিবারটি

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।