• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন |
  • English Version

বকশীগঞ্জ লকডাউনে থাকা ১৭ জনের করোনা রিপোর্ট নেগেটিভ

 

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে করোনাভাইরাসে দুই জন আক্রান্তের পরো উপজেলায় মানুষের করোনা আতঙ্ক চলছে।

বকশীগঞ্জ হাসপাতালের দুজন স্টাফ করোনা আক্রান্ত হওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালের স্টাফ কোয়াটার লকডাউন করা হয়। সীমিত করা হয় হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা।

ওই দুজনের রিপোর্ট পজেটিভ আসলে স্টাফ সহ ১৭ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। রোববার বকালে ১৭ জনের রির্পোট নেগেটিভ আসায় স্বস্তিতে রয়েছে স্টাফ সহ লকডাউনে থাকা পরিবার গুলো।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী জানান, রোববার বিকালে তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে।

তিনি জানান ওই রিপোর্ট হাতে পাওয়ার পর হাসপাতালের স্টাফ কোয়াটারে লকডাউনে থাকা স্টাফদের স্ব স্ব পদে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। তারা আগামিকাল থেকে  রোগীর সেবায় মনোযোগ দেবেন।

তবে সবাইকে প্রয়োজনীয় নিরাপত্তা গ্রহণ করে দায়িত্ব পালন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

###


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।