• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৫ পূর্বাহ্ন |
  • English Version

বন্যার্তদের সাহায্যার্থে নিজ হাতে আটার রুটি বানালেন জামালপুরের মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক

এম.এফ.এ মাকাম ঃ

জামালপুরের মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বন্যার্তদের সাহায্যার্থে নিজ হাতে আটার রুটি বানালেন । প্রতিদিন ৪ হাজার  রুটি প্রতিদিন পাঠানো হবে জেলার সাত উপজেলার বানভাসীদের মাঝে ।রুটির সঙ্গে দেওয়া হচ্ছে আখের গুড় ও মিষ্টি বাতাসা।  বুধবার দুপুরে জামালপুর সার্কিট হাউসে এই রুটি বানানোর কার্যক্রম এর শুভ উদ্ভোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ।

বন্যাত্বদের জন্য উদ্বোধনী দিনে রুটি বানানোর কাজে আরো অংশ নেন জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোখলেছুর রহমান ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কবির উদ্দিনসহ আরো অনেকে।

এ ছাড়া জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরাও এই রুটি বানানোর কাজে অংশ নিবেন বলে জানা যায়। আজ বৃহস্পতিবার থেকে জামালপুর সদর থানায় কর্মরত নারী পুলিশ সদস্যরাও এই মানবিক কাজে অংশ নেওয়ার কথা বলে গেছেন পুলিশ সুপার।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, জেলার সাতটি উপজেলায় বন্যার্ত পরিবারগুলোর অনেকেরই রান্না করে খাওয়ার পরিস্থিতি নেই। তাই উপজেলা প্রশাসন স্থানীয়দের সহযোগিতায় কয়েক দিন ধরে উপজেলা পর্যায়ে এমনকি কোথাও কোথাও ইউনিয়ন পর্যায়ে বন্যাদুর্গত এলাকায় রান্না করা সবজি খিচুড়ি ও রুটি বিতরণ করা হচ্ছে। এছাড়া এসব কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।