• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৪ পূর্বাহ্ন |
  • English Version

বিজিবির হাতে ইয়াবাসহ দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার রিপোর্টার এবং তার সহযোগি গ্রেপ্তার সংক্রান্ত ব্যাখ্যা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
সূত্র: তারিখ-৫.৬.২০২০

বিজিবির হাতে ইয়াবাসহ দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার রিপোর্টার এবং তার সহযোগি গ্রেপ্তার সংক্রান্ত ব্যাখ্যা।

মহোদয়,
দু:খের সাথে জানাচ্ছি যে, গতকাল ৪.৬.২০২০ ইং তারিখ বিকেল ৪টার দিকে জামালপুর ৩৫ বিজিবির অভিযানে ৩৫৭ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে। এটি বিজিবি অত্যন্ত সফলতার দাবিদার।
বিজিবির হাতে গ্রেপ্তারকৃতরা হচ্ছে-মোঃ মিজানুর রহমান (৩০) (সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার রিপোর্টার), পিতা-মোঃ ওসমান গনি, গ্রাম-কাউনিয়ারচর (চরপাড়া) এবং মোঃ হাসান মিয়া (১৯), পিতা-মোঃ ময়ান মিয়া, গ্রাম-কাউনিয়ারচর (বাজারপাড়া) উভয়ের পোস্ট-ডাংধরা, উপজেলা-দেওয়ানগঞ্জ, জেলা-জামালপুর। যা বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তি বিভিন্ন গণমাধ্যমে প্রেরিত হয়েছে। যার স্মারক নং- জামালপুর ঃ ০৪ জুন ২০২০ (২১ জ্যৈষ্ঠ ১৪২৭), বিজ্ঞপ্তি নং-৩৮/২০২০। অনেক মিডিয়ায় খবরটি প্রচারিতও হচ্ছে।
এমন খবর নিশ্চিত করার জন্য জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ, এসইউপি মহোদয়ের সাথে ফোনালাপও করেছি। এরপর সত্যের সন্ধানে প্রতিদিনের অফিসের নথিপত্র যাচাই বাছাই পূর্বক জানতে পারলাম ওই এলাকায় আমাদের কোন প্রতিনিধি বা রিপোর্টার নেই। এমনকি ওই এলাকা থেকে আমাদের পত্রিকায় কাজ করার জন্য এ পর্যন্ত কোন লোক আবেদনও করেননি। কাজেই বিজিবির হাতে গ্রেপ্তারকৃত দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকার পরিচয় দিয়ে থাকলে ভুল তথ্য পরিবেশন করেছে।
আরো পরিস্কারভাবে বলতে চাই সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকায় কোন প্রতিনিধি নিয়োগ দেয়ার আগে তার শিক্ষাগত যোগ্যতা, কর্মদক্ষতা, সামাজিক ও বংশগত মর্যাদাসহ চারিত্রিক গুণাবলী জেনে সংবাদ কর্মী নিয়োগ দেয়া হয়। আটককৃত রিপোর্টার পরিচয়দানকারীর সাথে সত্যের সন্ধানে প্রতিদিনের কোন সম্পর্ক নেই। এমনকি এই নামে কোন প্রতিনিধিও নেই। আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনী পদক্ষেপ নিতে আমরাও জোরদাবি জানাচ্ছি। সব শেষে বিজিবির সফল অপারেশনকে স্বাগত জানাই।

মো. রাশেদুর রহমান রাসেল
সম্পাদক-প্রকাশক
দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।