• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২১ অপরাহ্ন |
  • English Version

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক এমপি মিজানুর রহমান আর নেই

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক এমপি মিজানুর রহমান আর নেই

নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক এমপি মিজানুর রহমান (৮০) আর নেই। তিনি বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আজ সোমবার সকাল ৬টা সময় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে তার নাম অবদান শেরপুর জেলাজুড়ে আলোচিত। তিনি শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) ১৯৭৩ সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পার্লামেন্টের সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান, নকলা সরকারি হাজী জালমামুদ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ছিলেন। সেই সাথে নকলা উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে স্ত্রী ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রেখে গেছেন।
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে নকলা উপজেলায় তাঁর ত্যাগ ও রাজপথে সাহসী ভূমিকা অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে নকলা উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।