• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৪ অপরাহ্ন |
  • English Version

মেলান্দহে কিন্ডারগার্টেনের শিক্ষকদের প্রণোদনার দাবি

 

মো. শাহ্ জামাল॥ জামালপুরের মেলান্দহ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের শিক্ষক-কর্মচারিরা করোনার প্রণোদনার দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন। ২৯ এপ্রিল দুপুরে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর এই এই আবেদন করা হয়।

এসোসিয়েশনের সভাপতি রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু জামাল নাসের রবিন স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, করোনার প্রভাবে মেলান্দহের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডারগার্টেনগুলো বন্ধ হয়েছে। এতেই শেষনয়, এ সকল কিন্ডারগার্টেনের শিক্ষক-কর্মচারিরা প্রাইভেট পড়ানোর বিনিময়ে অর্থ উপার্জনের পথও বন্ধ হয়েছে। এই শিক্ষক-কর্মচারিরা সবাই বেকারের কর্মসংস্থান হিসেবে কিন্ডারগার্টেনে কর্মরত আছেন।

এ মতাবস্থায় এই উপজেলার ৮৫টি কিন্ডারগার্টেনের প্রায় ১হাজার ৩শত শিক্ষক-কর্মচারিদের পরিবারের অবস্থায় খুবই নাজুক। বর্তমান সমাজে সম্মানজনক পেশায় নিয়োজিত শিক্ষকরা অন্যান্য দু:স্থদের মতো লাইনে দাঁড়িয়ে রিলিফও নিতে পারছেন না। আবার বেঁচে থাকাও কঠিন হয়ে পড়েছে। তাঁরা চলতি রমজান মাসের রোজার মধ্যেও খাদ্য সংকটে দিনাতিপাত করছেন। সামনে ঈদ কাটবে কিভাবে এমন চিন্তায় হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন। এ মতাবস্থায় তাঁরা সরকারের কাছে প্রণোদনার দাবি জানিয়েছেন। #

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।